ইতিহাসের বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল (আ.) যখন নবী হযরত ইবরাহিমকে (আ.) হজ্বের আমল শিক্ষা দান করেন। অত:পর যখন তারা আরাফাতের ময়দানের পৌঁছান, তখন হযরত জিবরাইল তাকে জিজ্ঞাসা করেন : আরাফতা «عرفت؟» অর্থাৎ তুমি কি চিনতে পেরেছ? হযরত হযরত ইবরাহিম বলেন: জি হ্যাঁ। এ কারণে এ স্থানের নাম আরাফাত হিসেবে পরিচিতি পায়।
সংবাদ: 2603716 প্রকাশের তারিখ : 2017/08/30